JUST NEWS
CORONA UPDATE IN SYLHET DIVISION ON AUGUST 12 : TILL 8 AM SAMPLE TEST SYLHET 85 SUNAMGANJ 0 MOULVIBAZAR 10 HABIGANJ 0; IDENTIFIED SYLHET 4 SUNAMGANJ 0 MOULVIBAZAR 2 HABIGANJ 0; RATE 06.32; RECOVERY SYLHET 14 SUNAMGANJ 3 MOULVIBAZAR 0 HABIGANJ 0; DEATH SYLHET 0
সংবাদ সংক্ষেপ
হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সিলেট জেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত আইকন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গোয়াইনঘাটে ঘর নির্মাণ সম্পন্ন আনজুমানে খেদমতে কুরআন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত যারা আইনের শাসনের সবক দেয় তারাই অন্যকে বাধা দেয় আইনের শাসন প্রতিষ্ঠায় : মোমেন আউশকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার সিলেটে টিলা কাটার অপরাধে ৬ জনের ২ মাস করে কারাদণ্ড বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকেই হত্যা করা হয়েছিল আওয়ামী লীগকে বিদায় না করে ঘরে ফিরবেনা বিএনপি : সমাবেশে ঘোষণা আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রাস্তা অবরোধ ও প্রতিবাদ সমাবেশ বানিয়াচংয়ে সীরাতুন্নবী মহাসমাবেশ ভারতের আসজাদ আল মাদানী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা আ লীগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মাধবপুরে আইন প্রয়োগকারী সংস্থার সোর্সকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ শনিবার থেকে দেশের সকল চা বাগানে ধর্মঘট আহবান চা শ্রমিক ইউনিয়নের ১৫ দিনের জমজমাট সিলেট বিভাগীয় বৃক্ষমেলা শেষ হচ্ছে শনিবার আ লীগ ১৩ বছরে দেশকে লুটেপুটে শেষ করে দিয়েছে : কাইয়ুম চৌধুরী

তেতলীতে আতিকুর রহমানের সমর্থনে নির্বাচনী মতবিনিময়

  • শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের সমর্থনে ৭ গ্রামের সর্বসাধারণের উপস্থিতিতে বুধবার রাতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থীর বাসভবনে মোহম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দীনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক একাওরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, বিশিষ্ট মুরব্বি রাশিদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বশির আহমদ ও তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস বাসিদ রানা। স্বাগত বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান হেলাল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা দিলোয়ার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আহমেদ নূরুল ইসলাম, পংকি মিয়া জালালী, তজ্জমুল আলী, মোহম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, যুবলীগ নেতা তাহের আহমদ, ক্বারী ফয়সল আলম, আলী হোসেন, মেম্বার পদপ্রার্থী আলাউদ্দিন, আব্দুল জলিল তালুকদার, শিল্পী বেগম, জল্লাল মিয়া, লিটন মিয়া, শামীম আহমদ, সাজ্জাদ আলী, আব্দুল মালিক ও আলাউদ্দিন।-সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

More
স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest