বিএনপির সাবেক নেতা ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছে। সিলেটের হযরত শাহজালালের (র) পবিত্র মাটি থেকে এ দলটির রাজনৈতিক যাত্রা শুরু হলো।
মঙ্গলবার রাত ১০টায় মহানগরীর লামাবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব আব্বাছ আলী খান ও শাহপরাণ থানা শাখার সভাপতি আকরাম আল সাহান। পরিচালনায় ছিলেন বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন বাদশা ও আফছার আহমদ।
Leave a Reply