সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, দেশে একটি সরকার থাকলেও আইনের শাসন বলে কিছু নেই। সরকার নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। এই সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে একটি কার্যকর আন্দোলনের বিকল্প নেই। এই আন্দোলন গড়ে তুলতে হলে তৃণমূল বিএনপিকে সংগঠিত করে সকল স্তরে দলের কার্যক্রম গতিশীল করতে হবে।
শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তেতলী ইউনিয়নের আহমদপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য আব্দুল লতিফ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো সাহাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো তফজ্জুল হোসেন, তাজরুল ইসলাম তাজুল, আব্দুস শহীদ পংকী, মো নামর আলী, বজলুর রহমান ফয়েজ, মো আত্তর আলী, মো জাকারিয়া খান প্রমুখ।
Leave a Reply