নিজস্ব প্রতিবদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের দক্ষিণ সুরমা থেকে দুদক ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদিকোনা গ্রামে অভিযান চালিয়ে ২টি ভূয়া পরিচয়পত্র, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কাগজ, ১টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ডসহ মাহমুদ আলী (৬৩, পিতা মৃত শহীদ্ল্লুাহ, বদিকোনা বড়বাড়ি, দক্ষিণ সুরমা, সিলেট) নামের একজনে গ্রেফতার করে।
র্যাব-৯ গোয়েন্দা দলের তথ্য অনুযায়ী, প্রতারক মাহমুদ আলী লোকজনের নিকট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা, দুদকের কর্মকর্তা ও সিআইডির কর্মকর্তা বলে নিজের পরিচয় দিয়ে বিভিন্ন কাজে তদবিরের জন্যে সাধারণ মানুষের থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়।
সে ছিল কাঠমিস্ত্রি। পরবর্তী সময়ে জমিজমার সার্ভেয়ারের সহযোগী হিসেবে কাজ করে জমিজমা বিষয়ে কিছু অভিজ্ঞতা লাভ করে এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জমিজমা বিষয়ক সমস্যা সমাধানের কথা বলেও টাকা-পয়সা আদায় করতো।
এমনকি দাবি করতো, তার কাছে মামলা-মোকদ্দমার সমাধান করা কোন ব্যাপারই নয়-তুড়ি মেরে উড়িয়ে দেবে। মাহমুদ আলী মানুষের বিশ্বাস অর্জনের জন্য সিআইডি ও দুদকের ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করতো। এমন দাবিও করতো যে, বিমানবন্দরে ইমিগ্রেশন পার করে দেওয়ার মতো তার ক্ষমতা আছে। এভাবে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়াই তার মূল পেশা হয়ে উঠে।
তাকে আলামত সহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply