সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামের ৫ বছরের শিশু তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট মাসুক আলম ও অ্যাডভোকেট আব্দুল হামিদ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে যে নিষ্ঠুরতা জন্ম নিয়েছে, যে প্রতিহিংসা জন্ম নিয়েছে, সেজন্য শুধু অপরাধী দায়ী নয়, সমাজ এবং রাষ্ট্রও দায় এড়াতে পারেনা।
Leave a Reply