সুনামগঞ্জ প্রতিনিধি : প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যার প্রতিবাদে এবং যথাযথ তদন্তের মাধ্যমে খুনিদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে কালের কণ্ঠ শুভসংঘ এই কর্মসূচির আয়োজন করে। এতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংবাদিক, আইনজীবী, সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, কমরেড অমরচাঁন দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, অ্যাডভোকেট বুরহান উদ্দিন, শিক্ষক শাহজাহান সিরাজ, সাহেরিন চৌধুরী মিশুক, সাংবাদিক সারোয়ার হোসেন, ছাত্রনেতা আসাদ মনি ও নূরজাহান সাদেক নূরী।
Leave a Reply