মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ : তুরস্ক থেকে অবৈধভাবে গ্রিসে যাবার পথে ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল আহাদ নামের এক ব্যক্তি। সব মাধ্যমে যোগাযোগ করেও সন্ধান মিলছেনা সুখের সন্ধানে ভিনদেশে ছুটে যাওয়া এই যুবকের। এ ব্যাপারে উৎকণ্ঠিত স্বজনরা সরকারের সহযোগিতা কামনার সাথে সাথে দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
প্রায় ৭ বছর পূর্বে ইরানে যান উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের মৃত শায়েস্তা মিয়ার ছেলে আব্দুল আহাদ (৩০)। প্রায় এক বছর সেখানে থাকার পর ভালো কাজ না পেয়ে চলে যান তুরস্ক; কিন্তু বাড়তি সুখের আশায় এক পর্যায়ে দালালদের খপ্পড়ে পড়ে অবৈধভাবে ইউরোপের দেশ গ্রিসে যাবার সিদ্ধান্ত নেন।
প্রায় ২৫ দিন আগে তুরস্ক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওয়ানা দেন আব্দুল আহাদ। এরপর থেকে পরিবারের সাথে আর যোগাযোগ নেই।
বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও আব্দুল আহাদের কোন সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় স্বজনরা। চার ভাইবোনের মধ্যে সবার ছোট তিনি। বিদেশ যাবার ৩ বছর আগে বিয়ে করেছিলেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। তাকে ফিরে পেতে স্বজনরা সরকারের সহযোগিতা চান। দালালদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply