হবিগঞ্জের নবীগঞ্জ শহরে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের দুই শ্রমিকের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরগাঁও ও রাজাবাদ-রাজনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতরা নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষের সময় শহরের মাছ বাজার, পোল্ট্রি ফার্ম ও রেস্টুরেন্ট সহ কমপেক্ষে ১০টি দোকান ঘর ভাঙচুর হয়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই স্ট্যান্ডের দুই শ্রমিকের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে দাঙ্গা পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply