হবিগঞ্জ প্রতিনিধি : চোরাকারবারী ধরতে গিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ডুবে মারা যাওয়া বিজিবির ল্যান্স নায়েক সুমন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামে নামাজে জানাজা শেষে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে বিজিবির সদস্যরা তার মরদেহ ভোরে বাড়িতে নিয়ে এসে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
নামাজে জানাজায় সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ও পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ সহ হাজার হাজার লোক অংশগ্রহণ করেন।
মঙ্গলবার ভোরে চোরাকারবারীদের ধরতে গিয়ে সুমন মিয়া তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হন। পরদিন ভারতের কুচবিহার এলাকায় তার মরদেহ উদ্ধার করে বিএসএফ। এরপর বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply