সিলেটে তিলাওয়াত সম্মেলন সফল করতে ইমাম সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ এশা ইমাম সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাবীব আহমদ শিহাব। বক্তব্য রাখেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা-ইকরার জ্যেষ্ঠ সহ সভাপতি দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা মাশুক আহমদ সালামী, ইকরার বিভাগীয় সমন্বয়কারী ক্বারী ইসহাক আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মুফতি ওয়াক্কাস ও মাওলানা আব্দুল ওয়াদুদ। পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেমি।
২৬ ও ২৭শে জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে বিশ্বসেরা হাফিজ-ক্বারীদের তিলাওয়াত সম্মেলন অনুষ্ঠিত হবে।
Leave a Reply