সিলেটে ছড়ার পিভিসি প্রকাশনা পাক্ষিক ঢালপত্র দেশের তিন প্রজন্মের পাঁচ জন ছড়াকারকে ঢালপত্র পদক ২০১৯ দিয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজিত অনুষ্ঠানে এই পদক সবার হাতে তুলে দেওয়া হয়।
এবার ঢালপত্র পদক পেয়েছেন, আজিজ আহমদ সেলিম, চন্দনকৃষ্ণ পাল, পরিতোষ বাবলু, রানাকুমার সিংহ ও মিনহাজ ফয়সল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন।
সভাপতিত্ব করেন, ঢালপত্র সম্পাদক ছড়াকার শাহাদত বখত শাহেদ।
Leave a Reply