নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামে খুন হওয়া দুই শিশুর নিখোঁজ পিতা ছাতির আলী বাড়ি ফিরেছেন।
বুধবার সকাল পৌণে ৮টার দিকে তিনি নিজেই বাড়ি ফিরে অাসেন বলে তার ভাতিজা শাহেদ আহমদ রুহিন জানিয়েছেন।
তিনি জানান, ছাতির আলীকে উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছিল। তাকে দেখেই বুঝা যাচ্ছিল, নিখোঁজের পর থেকে খাওয়া-দাওয়া হয়নি। তাই প্রথমেই তাকে খাওয়ানো হয়।
ছাতির আলীর ফিরে আসার ব্যাপারে ওসমানীনগর থানাকে অবহিত করা হয়েছে।
সোমবার দুপুরে ছাতির আলী তার দুই শিশুপুত্র রুজেল আহমদ ও মামুন আহমদকে নিয়ে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান। সন্ধ্যা ঠিক পূর্ব মুহূর্তে সেই জায়গায় মৃত অবস্থায় পাওয়া যায় দুই শিশু সহোদরকে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।
এই ঘটনার পর থেকে ছাতির আলী নিখোঁজ ছিলেন। অন্যদিকে পুলিশ ও শিশুদের মা নূরবী বেগম তাদের পিতাকেই হত্যাকারী বলে সন্দেহ করছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, ছাতির আলী ও নূরবী বেগমের মধ্যে প্রায় ৬ মাস ধরে মনোমালিন্য চলছিল।
এই হত্যাকাণ্ডের ব্যাপারে এখন পর্যন্ত মামলা হয়নি। তবে খুন হওয়া রুজেল আহমদ ও মামুন আহমদের মা নূরবী বেগম বাদি হয়ে বৃহস্পতিবার মামলা করবেন বলে জানা গেছে।
ছাতির আলীকে ’গ্রেফতারের’ ব্যাপারে পুলিশ সুপার কার্যালয়ে সকাল ১০টায় সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
Leave a Reply