জকিগঞ্জ প্রতিনিধি : তিন দফা দাবিতে জকিগঞ্জে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ। এতে উপজেলাবাসী সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। জনজীবন স্থবির হয়ে গেছে।
জকিগঞ্জ-সিলেট প্রধান সড়ক সংস্কার, পরিবহণ শ্রমিকদের পুলিশি হয়রানি এবং ব্যাটারি চালিত অটোবাইক (টমটম) ও ট্রলি বন্ধের দাবিতে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে।
পরিবহণ ধর্মঘট নিয়ে প্রথমদিনই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। এতে যাত্রী সাধারণের সুবিধার্থে নির্দিষ্ট নিয়মের অাওতায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনুমতি নিয়ে টমটম চালানোর প্রস্তাব করা হয় সভায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সিলেট জেলা সভাপতি সেলিম আহমদ ফলিক জানিয়েছেন, দাবি পূরণ না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।
তিনি বলেন, ২৮ আগস্ট এ সকল দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়; কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ না নেয়ায় বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
জকিগঞ্জ উপজেলা টমটম শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, জকিগঞ্জের গ্রামাঞ্চলের যাত্রীরা টমটমে যাতায়াত করেন। টমটম বন্ধ হলে সহস্রাধিক পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার জানান, সীমান্তবর্তী এ উপজেলায় গভীর রাতে বহিরাগত দুষ্কৃতকারীরা যাতায়াত করার কারণে চুরি, ডাকাতি ও মাদক বন্ধে অতিরিক্ত সতর্কতা হিসাবে পুলিশ গাড়ি চলাচল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বিনা কারণে কাউকে হয়রানি করা হচ্ছে না।
সিলেটের জেলা প্রশাসকে মো রাহাত আনোয়ার বলেন, অবৈধ পরিবহণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এরপরও নির্দিষ্ট একটি উপজেলায় পরিবহণ ধর্মঘট অযৌক্তিক। বিষয়টি নিয়ে পরিবহণ নেতৃবৃন্দের সাথে আলোচনা হচ্ছে।
Leave a Reply