সিলেটে সোহাগ সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে প্রবাসী কবি ইকবাল বাহার সুহেলের ‘কবিতা চূর্ণ’, মোহাম্মদ ইকবালের ‘জাফরানি মৌচাক’ ও কবি শামীম আহমদের ‘আগুনের সংলাপ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কবি-কলামিস্ট ফকির ইলিয়াস। সোহাগ সাহিত্য গোষ্ঠীর উপদেষ্টা ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন, সমাজসেবী আব্দুল গফ্ফার বাচ্চু ও কলামিস্ট হারান কান্তি সেনই। প্রকাশিত গ্রন্থ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, ডা মাওলানা লোকমান হেকিম, ইংরেজি ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফ সম্পাদক আব্দুল কাদির জীবন ও কবি বাছিত ইবনে হাবিব।
Leave a Reply