সুনামগঞ্জ প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, পুরো বিশ্ব এখন অর্থনৈতিক মন্দার কবলে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে থাকায় দেশ মুখ থুবরে পড়েনি। বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭র আওতায় চলমান বাঁধের মেরামত ও পুননির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। একেক নদীর একেক বৈশিষ্ট্য। তাই সঠিকভাবে সমীক্ষা ছাড়া তাড়াহুড়ো করে কাজ করা হলে কাঙ্ক্ষিত সুফল মিলবেনা।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সাঈদ।
Leave a Reply