‘কৈশোর উল্লাস-চল সত্যের পথে’ এই স্লোগান নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনীর নিবন্ধন শুরু হয়েছে।
সোমবার বিকেল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো আব্দুল হক। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী আরশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো সোলাইমান হোসাইন, কামাল বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি এ কে এম মনোওর আলী, সিলেট লেখক ফোরামের সভাপতি মো নাজমুল ইসলাম মকবুল ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রজত জয়ন্তী ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মো মাসুক মিয়া। সদস্য সচিব মো আজম আলীর পরিচালনায় নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক মকব্বির আলী ও প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট খালেদ হোসেন।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply