সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ট্রাকের তেল চুরি করার অভিযোগে ভারতীয়দের গণপিটুনিতে বশির মিয়া (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, সোমবার ভোরে বশির মিয়া ভারতের অভ্যন্তরে ঢুকে বড়ছড়া বাজার এলাকায় ভারতীয় ট্রাক টার্মিনাল থেকে জ্বালানি তেল চুরি করতে গেলে ভারতীয়রা তাকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বশির মিয়া তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের শুক্কুর আলীর ছেলে।
Leave a Reply