সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত অতিক্রম করে চোরাই কয়লা আনতে গিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে এক বাংলাদেশী যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ধরে নিয়ে গেছে।
শনিবার সন্ধ্যা পৌণে ৬টার সময় আবদুল আজিজ নামের এই যুবককে বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায়। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট বিওপির লালঘাট মাঝপাড়ার চাঁন মিয়ার ছেলে।
বিজিবি জানায়, বিজিবির টেকেরঘাট কোম্পানির বালিয়াঘাট বিওপির অর্ন্তগত লালঘাট গ্রামের ওপারে মেঘালয় পাহাড়ে অবৈধভাবে ঢুকে চোরাই কয়লা আনতে যায় আবদুল আজিজ। এ সময় টহলরত ভারতের শিংল-১১ বিএসএফ বড়ছড়া কোম্পানির লালঘাট ক্যাম্পের টহল তাকে আটক করে নিয়ে যায়।
তাৎক্ষণিক আব্দুল আজিজকে ফেরৎ চেয়ে বালিয়াঘাট বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হলেও এ খবর পাঠানো পর্যন্ত বিএসএফ তাকে ফেরৎ দেয়নি।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন টেকেরঘাট কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার নিজাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিএসএফের হাতে আটক যুবককে ফেরৎ আনার চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply