সুনামগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সমর্থনে প্রচারকাজ চলছে।
এর অংশ হিসেবে শনিবার সকালে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও বালিজুরী বাজার মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, এ আসনের প্রার্থী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কর ও সহ সভাপতি আলী মর্তুজা, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ ও মোহাম্মদ আলী।
নেতৃবৃন্দ বলেন, বিগত দশবছরে শেখ হাসিনার সরকার দেশে যে উন্নয়ন করেছে তাতেই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
Leave a Reply