র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জের তাহিরপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার সন্ধ্যার পর র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার লে কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রাম থেকে ১০৪৩ পিস ইয়াবা সহ সিদ্দিক মিয়া নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
একই দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মৌলভীবাজার রোড থেকে ৩৮ লিটার দেশীয় চোলাই মদ ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি রিক্সা সহ মাশুক মিয়া নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার ভারাউরা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবন ও মাদক দ্রব্য রাখার অপরাধে পাঁচ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply