সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্করের নির্দেশনায় সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা তাহিরপুর উপজেলায় কৃষক মো হাবিবুর রহমানের ৫ কেদার জমির পাকা ধান কেটে দিয়েছেন।
মঙ্গলবার সকালে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেবাশীষ দাশ গুপ্ত বাপ্পি ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবুর নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।
এর আগে তারা ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আলম জিলানী সোহেল, সদস্য সচিব মো আজিজুল হক, যুগ্ম আহবায়ক সুজিত সরকার, ছয়ফুল ইসলাম ও খোকন চক্রবর্তী।
Leave a Reply