তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বড়দল উত্তর, বড়দল দক্ষিণ ও বাদাঘাট ইউনিয়নের ৪০টি গ্রামের কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ১৫শ পরিবারের প্রতি একজনকে নগদ একহাজার টাকা ও ঈদউপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এ নগদ অর্থ ও ঈদউপহার প্রদান করেন, উপজেলার কামড়াবন্দ গ্রামের সন্তান সোহাগ ও তালবী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো কাঞ্চন মিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঞ্চন মিয়ার পিতা আবু তাহের, ভগ্নিপতি বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ও ছোটভাই মো কাউছার আহমদ।
Leave a Reply