তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ১৪ মাসের এক শিশুসহ নতুন করে আরও ৬ জনের দেহে ‘করোনা’ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাব থেকে এই ফলাফল আসে।
নতুন করে ‘করোনা’ আক্রান্তদের মধ্যে রয়েছেন, উপজেলার পল্লী বিদ্যুৎ বাদাঘাট অভিযোগ কেন্দ্রের ৩ লাইনম্যান, সূর্যেরগাঁও গ্রামের ১৪ মাসের ১ শিশু, আনোয়ারপুরের ১ জন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ স্বাস্থ্য সহকারী।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত তাহিরপুরে ২৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে ২৭০ জনের রিপোর্টে ২৪ জনের দেহে ‘করোনা’ শনাক্ত হয়েছে। আরোগ্য লাভ করেছেন ১৪ জন। আইসোলেশনে রয়েছেন ১০ জন। ১৬টি নমুনার ফলাফল এখনো আসেনি।
Leave a Reply