সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাজারগাঁও গ্রামে ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত অদ্বৈত্য প্রভুর জন্মধামে পণাতীর্থ, গঙ্গাস্নান ও বারুণী মেলা এবং শাহ আরেফিনের (র) ওরস অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শনিবার সকালে শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের কালিবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি করুণা সিন্ধু চৌধুরীর সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়।
তিনি কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নান্দনিক সেতুটির নাম অদ্বৈত্য প্রভু ও শাহ আরেফিনের নামে করণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, দুর্গাবাড়ি মন্দিরের সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী, শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু ও জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাশ।
Leave a Reply