সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী পণাতীর্থ পুণ্যস্নান শুরু হয়েছে।
শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভুর পণাতীর্থে গঙ্গাস্নান যাত্রা ও ইসকনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে সীমান্তিক এ জনপদে নেমেছে ধর্মপ্রাণ মানুষের ঢল। নানা বয়সের মানুষ ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যাদুকাঁটা নদীতে পুণ্যস্নানের মধ্য দিয়ে পুণ্যলাভ আর মনোবাসনা পূর্ণ হওয়ার আশায় সবাই দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছন।
গড়কাটি ইসকন মন্দিরে চলছে ধর্মীয় অনুষ্ঠানে। বালুচরে বসেছে গ্রামীণমেলা। ভজন-কীর্তন সহ টানা গানবাজনাও চলছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
Leave a Reply