তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও মোড়ে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও এলাকাবাসী যৌথভাবে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা আলখাছ উদ্দিনের ছেলে খায়রুল হোসেন ও ভাতিজা গনি মিয়া একটি চুরির ঘটনার বিচার চাইতে জয়দর আলীর কাছে গেলে তিনি ও তার সহযোগীরা তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে।
তারা আরো অভিযোগ করেন, হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা আলখাছ উদ্দিন ও তার পরিবারের নিকট চাঁদা দাবিসহ নানারকম হুমকি দিচ্ছে।
Leave a Reply