তাহিরপুর প্রতিনিধি : নামগঞ্জের তাহিরপুরে শনির হাওরে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট থেকে আসা ডুবুরি দল শনির হাওর থেকে শেখ ইয়াহিয়া (২৮) নামের এই যুবকের মরদেহ উদ্ধার করে। তিনি পার্শ্ববর্তী বিশম্ভরপুর উপজেলার ফতেহপুরের শেখ শাহজাদার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর থেকে নৌকায় বালি বোঝাই করে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা ভাই শেখ এবারত সাঁতরে নিজেকে রক্ষা করতে পারলেও শেখ ইয়াহিয়া নিঁখোজ হন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply