তাহিরপুর প্রতিনিধি : যাদুকাটা নদীতে অবৈধ পন্থায় বালু-পাথর উত্তোলনের ছবি সংগ্রহ করতে যাওয়া জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেনের উপর বালুখেকোদের হামলা ও অকথ্য নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
বাদাঘাট সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে বাদাঘাট বাজারের মেইন রোডে শুক্রবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বাদাঘাট বাজারের বাদামপট্টি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বরোচিত হামলায় জড়িত মূল অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার এবং অযথা কাউকে হয়রানি না করার আহ্বান জানান।
Leave a Reply