তাহিরপুর প্রতিনিধি : জাতীয় দৈনিক সংবাদের তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেনের উপর বালু-পাথর খেকোদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাব মানববন্ধন করেছে।
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ্, সাংবাদিক আবির হাসান মানিক, রাজু আহমেদ রমজান, সামছুল আলম আখঞ্জী, তাহিরপুর বণিক সমিতির সাবেক সভাপতি সুধাংশু গাঙ্গুলি রতন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবহান আখঞ্জি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, ইউপি মেম্বার সুষমা জাম্বিল, আলীনূর রেজা ও সমাজসেবক তোজাম্মিল হক নাসরুম।
কর্মসূচির সঙ্গে তাহিরপুর সচেতন নাগরিক সমাজ সংহতি প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।
Leave a Reply