তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় করেছেন।
রবিবার সকালে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানান, এবছর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য ৭০টি প্রকল্পের কাজ চলছে।
সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নে তিনি সাংবাদিকদের তদারকি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রত্যাশা করেন।
উত্তর শ্রীপুর ইউনিয়নের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সাব সেক্টরের টেকেরঘাটে গুচ্ছগ্রাম প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, ৬৯ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় প্রকল্পের অধীনে সরকারি পরিপত্র অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে নির্মাণ কাজ হবে।
মতবিনিময় সভায় থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।
Leave a Reply