সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে এক সন্ত্রাসীর শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষককে নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ।
সোমবার বিকেলে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে বাদাঘাট বাজারের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে মানববন্ধনে মিলিত হয়। এতে শিক্ষক-অভিভাবকরাও অংশ নেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, থানার ওসি আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, অভিভাবক আবুবক্কর, মোস্তাহার মিয়া ও সেলিম আহমদ।
বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে নির্যাতনকারীকে গ্রেফতার করা না হলে পরীক্ষা ও ক্লাশ বর্জন সহ কঠোর কর্শসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ৩০ জুন সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে নকলে বাধা দেয়ায় তোফাজ্জল হোসেন নামের এক বখাটে শ্রেণিকক্ষে ঢুকে কর্তব্যরত শিক্ষককে নির্যাতন করে।
Leave a Reply