সুনামগঞ্জ প্রতিনিধি : প্রতিবছরের মতো এবারও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হজরত শাহ আরেফিন রহমতুল্লাহি আলাইহির ওরস মোবারক ও হিন্দু সম্প্রদায়ের পণার্তীথ গঙ্গাস্নান বারুণীমেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার, ১৪ মার্চ রাতে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে হজরত শাহ আরেফিন মোকাম, শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি, ইস্কন মন্দির ও সৎসঙ্গ মন্দির কমিটির যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পেশ করেন শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও হজরত শাহ আরেফিন মোকাম পরিচালনা কমিটির সহসভাপতি, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নিজাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্কন মন্দির গড়কাটির পরিচালক রাজশ্যাম গোপাল দাস, সৎসঙ্গ মন্দির গড়কাটির পরিচালক এনসি রায় ও শিক্ষাবিদ যোগেশ্বর দাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ মার্চ থেকে ২১ মার্চ তিনদিনব্যাপী দুই ধর্মের লাখো মানুষের অংশগ্রহণে একদিকে ওরস অন্যদিকে যাদুকাটা নদীতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হবে।
তারা এতে পুণার্থী ও আশেকানদের আসাযাওয়া নিরাপদ ও নিশ্চিত করতে এবং রাস্তা যানজটমুক্ত রাখতে আইন-শৃংখলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply