সুনামগঞ্জ প্রতিনিধি : ভাঙ্গনের কবল থেকে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয় রক্ষায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাকমাছড়ার বালুর উন্মুক্ত নিলাম বাতিলেন দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের নারী-পুরুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আক্তার মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলী আহমদ, ডা সামছু মিয়া, ইজ্জত আলী, হাবিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী।
বক্তারা বলেন, ভারত থেকে নেমে আসা লাকমাছড়ার দুই পারে সহস্রাধিক বসতবড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ রয়েছে। প্রতি বছরই নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে বিভিন্ন স্থাপনা। ইজারার মাধ্যমে বালু উত্তোলনের সুযোগ দেওয়া হলে লাকমা গ্রামই বিলীন হয়ে যাবে।
তারা উন্মুক্ত নিলাম বাতিল করে ভাঙ্গনের কবল থেকে গ্রামটি রক্ষার দাবি জানান।
Leave a Reply