তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে রয়েল এমপিলএল টি টেন ক্রিকেট টুর্নামেন্টে বাদাঘাট ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার বাদাঘাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন দল ৬০ রানে মোল্লাপাড়া ক্রিকেট একাদশকে হারায়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, বাদাঘাট কালচারাল সোসাইটির সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্, সাধারণ সম্পাদক আবির হাসান মানিক, রয়েল এমপিলএল টি টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা তোফায়েল আহমেদ রয়েল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আফজালুল হক শিপলু, নূরে আলম সিদ্দিকী, জুবায়ের আহমেদ, রাকিবুল হাসান রকিব, রিপন শুক্ল বৈদ্য, হাসান শাহ নিপু, ব্যবসায়ী সোহাগ মিয়া, খোকন মিয়া, সবুজ আলম ও ইসমাইল হোসেন।
Leave a Reply