আবির হাসান, তাহিরপুর : সুনামগঞ্জের তাহিরপুর উপজলার বাদাঘাট-ঘাগটিয়া-লাউড়েরগড় সড়কটি বিপজ্জনক হয়ে পড়েছে। কারণ সংস্কার করা হয়নি।
উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের লোকজনকে এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করতে হয়। এছাড়া বাদাঘাট সরকারি কলেজ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ও বাদাঘাট রাহমানিয়া আওয়ামী দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরাও যাতায়াত করে থাকেন।
সম্প্রতি এ সড়কে ইসকন মন্দির এলাকায় তিন রাস্তার মোড়ে একটি কালভার্টের উপর বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। তাই সবসময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা লেগেই আছে।
পেশাদার মোটরসাইকেল চালক জাকির মিয়া ও মিষ্টু মিয়া এবং সুন্দরপাহাড়ী গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া জানান, যেকোন সময় যে কেউ গর্তটি দিয়ে নিচে পড়ে যেতে পারে।
তবে বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে।
Leave a Reply