দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যার্ত তিন শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসে আশেপাশে ২৫টি গ্রামের এসব পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার ব্যবস্থাপনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও তার সহধর্মিনী যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা শাখার মহিলা, শিশু ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মনোয়ারা আজাদের অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী।
Leave a Reply