আবির হাসান, তাহিরপুর : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর উপর সেতু নির্মাণকাজ ২৫ শতাংশ শেষ হয়ে গেছে। উপজেলাবাসী আশা করছেন, নির্ধারিত সময়েই পুরোকাজ সমাপ্ত হবে।
গত বছরের ৮ এপ্রিল মাসে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে ৭শ ৫০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়।
যাদুকাটা নদীর এপারে রয়েছে, শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর আশ্রম। ওপারে রয়েছে, পণাতীর্থ ও মহান সাধক শাহ্ আরেফিন রহমতুল্লাহি আলাইহির দরগা। রয়েছে, ঐতিহাসিক লাউড় রাজ্যের রাজধানী হলহলিয়ার ধ্বংসাবশেষ, নীল জলরাশির শহীদ সিরাজ লেক, বারেকটিলা, শিমুল বাগান ও টাঙ্গুয়া হাওর। এসব জায়গা প্রতিদিনই প্রচুর পর্যটককে কাছে টানছে।
উপজেলাবাসী মনে করেন, এই সেতু নির্মাণে সুনামগঞ্জ জেলা সদরের সাথে, তাহিরপুর, মধ্যনগর, কলমাকান্দা ও নেত্রকোনা জেলার যোগাযোগের ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আসবে।
এ পর্যন্ত যাদুকাটা নদীর সেতুর ১৪টি পিলারের মধ্যে ৫টির কাজ শেষ। উপজেলার প্রকৌশলী সাইদুল্লাহ মিয়া জানান, কোন প্রতিবন্ধকতার সৃষ্টি না হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুরো নির্মাণকাজ সমাপ্ত হবে।
Leave a Reply