তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের পার্শ্ববর্তী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের মূল রাস্তাটি যেন ডাস্টবিন; কিন্তু সেদিকে কারো কোন খেয়াল নেই।
বাদাঘাটবাজার থেকে ইউনিয়ন পরিষদের রাস্তার প্রবেশ মুখ, বাদাঘাট দাখিল মাদরাসা, বাদাঘাটবাজার জামে মসজিদ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ও বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেয়ালের ভিতরে ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীরা। বর্ষায় ভোগান্তি প্রকট হয়ে উঠে। ফলে যেমনি পাঠদান ব্যাহত হয় তেমনি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীরা। দীর্ঘদিন ধরে এমন দুঃসহ পরিস্থিতি বিরাজ করছে।
বাদাঘাটবাজারের দোকানপাট ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা প্রতিদিন এখানে স্তুপ করে রাখা হয়।
বাদাঘাট রহমানিয়া আওয়ামী দাখিল মাদরাসার কয়েকজন শিক্ষার্থী জানান, দুর্গন্ধে নাক চেপে চলাচল করতে হয়। ।
বাদাঘাটবাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার বলেন, ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে না পারায় শিক্ষার্থী সহ পথচারীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল জানান, আর্বজনা পরিষ্কারের জন্য উপজেলা পরিষদ থেকে কিছু টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, দ্রুত এসব ময়লা-আবর্জনা অপসারণের ব্যবস্থা করা হবে।
Leave a Reply