তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রৌজ আলীসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা।
বক্তারা ঘোষণা করেন, অভিযুক্ত সাতজন অমুক্তিযোদ্ধার সনদ বাতিল ও ভাতা বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ পাঠানো হয়।
Leave a Reply