সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ৪ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে বঞ্চিত মুক্তিযোদ্ধাদের পুনরায় বাছাইয়ের সুযোগ দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে আব্দুজ জহুর স্মৃতি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এত বক্তব্য রাখেন মহিউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা শহিদ মিয়া, মকবুল মিয়া, ইলিয়াছ মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান নয়ন মানিক তালুকদার।
বক্তারা ৩০ জুনের পরে অনলাইন কিংবা সরাসরি আবেদনকারী মুক্তিযোদ্ধাদের পুনরায় যাচাই বাছাইয়ের সুযোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
পরে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply