আবির হাসান মানিক, তাহিরপুর : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টুকেরগাঁও গ্রামে একটি হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে কালিমন্দিরে প্রতিমা ভাংচুর ও চার জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন।
আক্রান্ত পরিবারের সদস্য শম্পা বর্মন জানান, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী আলাউদ্দিনের লোকজন রাত ৯টার দিকে তাদের পরিবারে অতর্কিতে এই হামলা চালায়।
তবে আলাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তিন দিন ধরে অসুস্থ। তাকে শায়েস্তা করার জন্যে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এসবের কিছুই জানেন না। তার প্রতিপক্ষের লোকেরা মূর্তি ভাঙার কথা বলে তাকে ফাঁসাতে চাইছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টুকেরগাঁও গ্রামে একটি হিন্দু পরিবারের লোকজনকে মারধর করার ঘটনাটি তিনি জেনেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্দির ভাংচুরের বিষয়টি তার জানা নেই।
Leave a Reply