তাহিরপুর প্রতিনিধি : গত ৩ দিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাহিরপুরে বন্যায় ৭টি ইউনিয়নের ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
ইতোমধ্যে উপজেলা সদরের সাথে বন্ধ হয়ে গেছে ৭টি ইউনিয়নের সড়ক যোগাযোগ। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধ লক্ষাধিক মানুষ। যাদুকাটা, পাঠলাই, বৌলাই ও রক্তি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সেতুর পূর্বাংশের নির্মাণাধীন এপ্রোচ সড়কটি পানির নিচে চলে যাওয়ায় জেলা সদরের সাথেও উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন। তারউপর ৩ দিনের বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় মানুষ দারুণ বিপাকে পড়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, বন্যা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
Leave a Reply