তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের কৃষক সালিম উদ্দিনের জমির পাকা বোরোধান কাটার মধ্য দিয়ে বোরো ফসলের ভাণ্ডারখ্যাত শনির হাওরে বোরেধান কাটা শুরু হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধানকাটা উৎসবে যোগ দেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তাহিরপুর উপজেলায় ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ৬৫ হাজার ৭৯০ মেট্রিক টন। ধারণা করা হচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর ফলন ভাল হওয়ায় সর্বোচ্চ পরিমাণ ধান উৎপাদন হবে।
Leave a Reply