তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত নদী যাদুকাটায় দীর্ঘদিন ধরে বালুমহাল ইজারা না হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীরা কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।
এ অবস্থায় কাজের দাবিতে মঙ্গলবার দুপুরে যাদুকাটা নদীর পশ্চিমপারে শ্রমিক ও ব্যবসায়ীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে লাউড় বালু-পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাহিদ বলেন, সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বালু জমে যাদুকাটা নদী তার নাব্যতা হারাতে বসেছে; কিন্তু একটি মহল কুটকৌশল করে বন্ধ করে দিয়েছে যাদুকাটা নদীর বালুমহাল ইজারার পথ। ফলে নদীনির্ভর হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী মারাত্মক বিপাকে পড়েছেন।
Leave a Reply