আবির হাসান, তহিরপুর : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শহিদমিনারটির অবস্থা করুণ। প্রতিবছর জোড়াতালি দিয়ে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়। এ নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।
যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে শহিদমিনারটির সূর্যের আদলে তৈরি অংশের অনেক পেরেকের মধ্যে দু’টি ব্যতীত বাকিগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েক বছর আগেই। স্তম্ভ তিনটির মধ্যে একটিতে সিমেন্টর অংশ ভেদ করে লোহার রোড বেরিয়ে পড়েছে। এছাড়া ফাটলেরও সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিভিন্ন জাতীয় দিবসে চুনকাম আর রংয়ের কাজের করিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সাময়িক ব্যবস্থা করা হয়ে থাকে।
এ ব্যাপারে কথা বলতে গেলে বাদাঘাট বণিক সমিতির সভাপতি সংস্কৃতিকর্মী সেলিম হায়দার শহিদমিনারটির সংস্কার জরুরি উল্লেখ করে সময়োপযোগী উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু বলেন, শহিদমিনারটির সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন হলেও টাকা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন জানান, তিনি বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন শহিদমিনারটি সংস্কারে ১ লাখ টাকা বরাদ্দ দিয়েছিলেন; কিন্তু পরবর্তী অর্থাৎ বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর তা বাতিল করে দেন।
অন্যদিকে বর্তমান চেয়ারম্যান আফতাব উদ্দিন জানান, বরাদ্দ বাতিল হয়নি। টাকার অপ্রতুলতার কারণে শহিদমিনারটির সংস্কারকাজ শুরু করা যায়নি। অচিরেই বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি দৃষ্টিনন্দন শহিদমিনার তৈরির লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান, শহিদমিনারটিকে যুগোপযোগী করার উদ্যোগ অচিরেই নেওয়া হবে।
Leave a Reply