তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে লাউড়েরগড়-পুরান লাউড়-সাহিদাবাদ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রবিবার বিকেলে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান উপজেলার প্রবীণ ব্যক্তি জালাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার উসমান গনি।
স্বাগত বক্তব্যে বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আফতাব উদ্দিন বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সুন্দর চরিত্র গঠনে অনন্য ভূমিকা পালন করে। তাই যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী খেলায় লাউড়েরগড় একাদশ ৪-১ গোলের ব্যবধানে কড়ইগড়া যুব সংঘকে পরাজিত করে।
Leave a Reply