তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর এলাকায় ৬ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান ত্রাণ বিতরণ করেছেন।
শুক্রবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর, গোলাবাড়ী, আলমপুর, মুজরাই, ছিড়ারগাঁও, ছিলানি তাহিরপুর, ইসলামপুর, মন্দিয়াতা, মইয়াজুরি ও কামালপুর সহ প্রায় ১০টি গ্রামে চিড়া, গুড়, মসুর ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল, রসুন ও আলু বিতরণ করা হয়।
মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার বরকতুল্লাহ খান ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
Leave a Reply