তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে তিন প্রাথমিক শিক্ষার্থী মারা গেছে। এ সময় আরও ৮ জন আহত হয়।
বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১) ফজর রহমানের মেয়ে রিপা বেগম (১২) ও আব্দুল আজিজের ছেলে আমিরুল ইসলাম (১১)। তিনজনই উপজেলার ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে সুন্দরপাহাড়ি গ্রামের ১১ শিশু পার্শ্ববর্তী বাদাম ক্ষেতে বাদাম তুলতে যায়। কিছু সময় পর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে সবাই আহত হয়।
খবর পেয়ে গ্রামের লোকজন ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে নিকটস্থ বাদাঘাট বাজারে ডাক্তারদের কাছে নিয়ে আসেন; কিন্তু নিয়ে আসার পর দুই শিশু মারা যায়।
অন্যদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেক শিশুর মৃত্যু হয়। অন্যরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply