সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে ৩টি প্রকল্প বাস্তবায়ন কমিটির ৭ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফসল রক্ষা বাঁধ তদারক
কমিটির সভাপতি সাইফুল ইসলাম থানার ওসি নন্দন কান্তি ধর সহ বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে উপজেলার ৩৮নং পিআইসির সিরাজুল ইসলাম শাহ ও জামাল আখঞ্জি, ৪৬নং পিআইসির মজনু শাহ ও মনসাদ মিয়া, ৪৭নং পিআইসির সভাপতি মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন ও হুমায়ুন কবিরকে আটক করেন।
ইউএনও সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply