তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথমবারেই একসঙ্গে ৬ জন ‘করোনা’ রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। পুরুষদের বয়স ১৬ থেকে ৪৫ বছর আর নারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার সন্দেহভাজন ৪৭ জনের নমুনা সিলেট ওসমানী মেডিকেল কলেজ পরীক্ষাগারে পাঠানো হয়েছি। এর মধ্যে মঙ্গলবার ৬ জনের পজিটিভ ফল আসে। সবার বাড়ি দক্ষিণ বড়দল ইউনিয়নে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে একজন গাজীপুর চলে গেছে বলে শোনা যাচ্ছে। বাকি ৫ জনকে আইসোলেশনে আনা সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা করা হচ্ছে।
Leave a Reply